ওমর রাদিয়াল্লাহু আনহু  আট  রাকাত তারাবি চালু করেছিলেন  //
সায়েব ইবনু ইয়াযিদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বললেন, 'ওমর (রাঃ)  উবাই ইবনু কাব ও তামিম আদ - দারি (রহঃ) -কে লোকদেরকে নিয়ে ১১ রাকআত ছালাত আদায় করার নির্দেশ প্রদান করেন।  ...তারাবীহের ৮ রাক'আতের অকাট্য প্রমাণ।  উপরোক্ত হাদীসটি বিভিন্ন সনদে বহু হাদীস গ্রন্থে বর্ণিত হয়েছে।  তার  সবগুলোই সহীহ।( 20 )  আল্লামা নিমভী হানাফি (রাঃ) তাঁর 'আজারুস সুনান গ্রন্থে হাদীসের সনদ সম্পর্কে বলেছেন, "এই হাদীসের সনদ সহীহ। ( 20 ) শায়খ আলবানী বলেছেন, "এই হাদীসের সনদ অত্যন্ত বিশুদ্ধ। কারণ  সায়েব ইবনে ইয়াজিদ একজন সাহাবি। তিনি  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্ব করেছেন। (21)
 সূত্রঃ (19)  মুওয়াত্তা মালেক 1/115 পৃষ্ঠা, 'রমজান মাসে রাতের ছালাত' অনুচ্ছেদ;  সাহাহ হাবনে খুযায়মাহ 4/696 পৃষ্ঠা ;;  সা Saeedদ ইবনে মনসুর, আস-সুনান;  কিয়ামুল লাইল, পৃ।  91;  আবু বকর আন-নিসাপুরি, আল-ফাওয়াইদ 1/135 পৃষ্ঠা;  বেহাকী, আল-মা'রাফাহ;  ফিরিয়াবী ১/6 পৃ।  এবং 2/75 পি ;;  আলবানী, তাহক্বিকির মিশকাত (বৈরুত আল মক্তবুল ইসলামী, 1985/1405), 1/406 পৃষ্ঠা, এইচ / 1302 নোট সহ;  উপমহাদেশীয় মুদ্রিত মিশকাত, পি।  115;  বাংলা অনুবাদ মেশকাত, ৩/১৫২ পৃষ্ঠা, এইচ / ১২২৮, রমজান মাসে রাতের ছালাত 'অনুচ্ছেদে।   (20) তুফতাতুল আহওয়াজী ৩ য় খণ্ড, পৃ। ( 21)মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, ইরওয়ুল গালিল ফাই তাখারিজি আহাদচি মানারিস সাবিল (বৈরুত: আল-মক্তবুল ইসলামী, দ্বিতীয় সংস্করণ: 1985/1405 হি), দ্বিতীয় খণ্ড, পিপি 192-93, হা / 445;  সালাতুত তারাবীহ, পৃষ্ঠা 45-46।