ধূর্ত প্রাণী ' শিয়াল'। নিয়ে কিছু কথা
মতামত বিভাগ
গ্রামের মানুষের কাছে' শিয়াল' খুবই পরিচিত। ঝোপ- জঙ্গলে, পাট ক্ষেতে এদের বিচরন। ঝোপ- জঙ্গল যত কমছে এদের অস্তিত্ব ও তত কমছে। এরা চতুর প্রাণী।
গ্রামে 'শিয়াল পন্ডিত' শিয়াল মশাই, 'শিয়ালের মত বুদ্ধি' অনেক শব্দ আজো প্রচলিত । এরা দেখতে অনেকটা কুকুরের মতো। তবে এদের লেজ লম্বাটে। কুকুরের সাথে মিল থাকলেও এরা বিশ্বাসী প্রাণী নয়। এরা সুযোগ পেলেই ছাগল- হাঁস- মুরগী ধরে খায়। আর দল বেঁধে সন্ধায় হুক্কা হুয়া ডাকে।
ইঞ্জিনিয়ার এনামুল হক,ঢাকা
