অজুতে ঘাড় মাসহ
সম্পর্কিত হাদিস গুলোর তাহকীক: // ক ) ওহায়েল বিন হুজর ( রাঃ ) রাসূল ( ছাঃ ) -এর ওযুর পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেন। অতপর তিনি তিনবার তার মাথা মাসাহ করেন
এবং দুই কানের পিঠ মাসাহ করেন ও ঘাড় মাসাহ করেন , নাড়ির পার্শ্ব মাসাহ করেন মাথার অতিরিক্ত
পানি দিয়ে । 137,তাহক্বীক : বর্ণনাটি জাল138 - ইমাম নববী ( রহঃ ) । 139 ( খ ) আমর ইবনু কা'ব বলেন , রাসূলুল্লাহ ( ছাঃ ) -কে ওযু করার সময় আমি দাড়ির পার্শ্ব এবং ঘাড় মাসাহ করতে দেখেছি । 140,তাহকীক : বর্ণনাটি জাল । ইবনুল কানবলেন , এর সনদ অপরিচিত ।
141,মুছাররফসহ তার পিতা ও দাদা সবাই অপরিচিত ।
( গ ) ত্বালহা ইবনু মুহাররফ তার পিতার সূত্রে
তার দাদা থেকে বর্ণনা করেন । যে , আমি রাসূল (
ছাঃ ) -কে দেখেছি তিনি একবার তার মাথা মাসাহ করতেন এমনকি তিনি মাথার পশ্চাদ্ভাগ
পর্যন্ত পৌছাতেন । আর তা হল ঘাড়ের
অগ্রভাগ142, তাহক্বীক :
হাদীছটি মুনকার বা অস্বীকৃত । ১৩৭ , তুবারণী কাবীর হা ১ ৭৫৮৪ , ২২/৫০ । ১৩৮. সিলসিলা যঈফাহ হা / ৬৯ ও ৭৪৪ । ১৩৯ , আল -
মাজমূ ' শরহুল মুহায্যাব ১/৪৬৫ পৃঃ । ১৪০. ত্বাবারাণী কাবীর ১৯/১৮১ । ১৪১ লিসল মীন
।১৪২ ।আবু দাউদ হা-১৩২
একটি মন্তব্য পোস্ট করুন