অজুতে ঘাড় মাসহ সম্পর্কিত হাদিস গুলোর তাহকীক:
অজুতে ঘাড় মাসহ সম্পর্কিত হাদিস গুলোর তাহকীক: // ( ঘ ) "ঘাড় মাসাহ করলে বেড়ী থেকে নিরাপদ থাকবে । তাহকীক : বর্ণনাটি জাল । ইমাম সুয়ুত্বী জাল হাদীছের গ্রন্থে হাদীছটি বর্ণনা করেছেন । ( 145) ( ঙ ) “ যে ব্যক্তি ওযু করবে এবং ঘাড় মাসাহ করবে , তাকে কিয়ামতের দিন বেড়ী দ্বারা বাধা হবে না'। (146)তাহক্বীকৃ : বর্ণনাটি জাল বা মিথ্যা । (147 ) আল্লামা মােল্লা আলী ক্বারী হানাফী উক্ত বর্ণনাকে জাল বলেছেন । (148) উক্ত বর্ণনায় মুহাম্মাদ ইবনু আমল আল আনছারী ও মুহাম্মাদ ইবনু আহমাদ ইবনে মুহাররম নামের দুজন রাবী এটিপূর্ণ । মুহাদ্দি ছগণ তাদেরকে দুর্বল বলে প্রত্যাখ্যান করেছেন । (149)উল্লেখ্য যে , ঘাড় মাসাহ করা সম্পর্কে এ ধরনের মিথ্যা বর্ণনা আরাে আছে । এর দ্বারা প্রতারিত হওয়া যাবে না । বরং ঘাড় মাসাহ করার অভ্যাস ছেড়ে দিতে হবে । ( ১৪৩ , যঈফ আবুদাউদ হা / ১৩২ ১৪৪. সিলসিলা যঈফাহ হা / ৬৯ , ১/১৬৮ পৃঃ । ১৪৫. হাফেয়ী জালালুদ্দীন আস - সুয়ূত্ব , আল - আলিল মাছ " আহ ফিল আহাদীছিল মাওযূ'আহ , পৃঃ ২০৩ , দ্রঃ সিলসিলা যঈফাহ ১/১৬৮ পৃঃ । ১৪ ৬. আবু নুআইম , তারীখুল আইবাহন ২/১১৫ পৃঃ । ১৪ ৭ , সিলসিলা যঈফাহ হা / ৭৪ 5 , ২/১৬৭ পৃঃ । ১৪৮ , আল - মাছ ' ফী মা'রেফাতিল হাদীছিল মাওযু ' , পৃঃ ৭৩ , ঐ সিলসিলা যঈফাহ ১/১৬৯ পৃঃ । ১৪৯ , সিলসিলা যঈফাহ ১/১৬৯ পৃঃ ।
একটি মন্তব্য পোস্ট করুন