ضএর সঠিক উচ্চারণ কি হবে ??


সহীহ আরবী ও ইসলাম শিক্ষা //ضএর সঠিক উচ্চারণ কি হবে ??
আরবী  ‌ض **দ্বদ **বর্ণটির উচ্চারণ ( ظ ) যোয়া  এর সাথে সামঞ্জস্য শীল । তবে  ( দাল) এর সাথে মােটেই নয় । কিন্তু এ কে ( দোয়াদ   ) উচ্চারণ করলে সলাত ফাসেদ হয়ে যাবে ।  শায়খুল ওলামা আহমদ দাহলাল বলেন : যদি ض এর উচ্চারণ  ( ظ ) ব্যতীত অন্য অক্ষরে অনুরূপ করা হয় তবে এই কিরআত আদৌ জায়েয হবে না । ض এর উচ্চারণ  (যাল, এর সঙ্গে বদলিয়ে পাঠ করলে সালাত ফাসেদ হওয়ার কাহারাে দ্বিমত নেই । এবং এই কিরআত কাহারাে নিকট বিশুদ্ধ বলে গণ্য হবে না । ( আল ইকতেহাদ পৃঃ ১৩ ) I  মৌলভী কারীমুল্লাহ হানাফী কুতুবুদ্দিন খানের ফাতাওয়ার উপর লিখেছেন-ض  কে **দাল** উচ্চারণ করা মারাত্মক ভুল । জ্ঞানী লােকগণ বুঝে থাকেন আর মুখগণ জেদ করে থাকে । হক কথা হচ্ছে অনুস্বরণ করা এবং বতিলকে ধ্বংস করে দেওয়া । ( আল ইকতেহাদ পৃঃ ১৫ ) মাওলানা আঃ হাই লক্ষ্ণৌভী বলেন , ض কে** দোয়াদ** পড়লে সালাত নষ্ট হয়ে যাবে । মজমুআ ফাতাওয়া ১ ম পৃঃ ১৯৭  ।মাওলানা আশ্রাফ আলী থানভী জামালুল কুরআন উর্দু মাখরাজ অধ্যায়- মুফতী আমীমুল ইহসান হাদীয়াতুল মুসাল্লিন ( পৃঃ ৬২ দেখুন ) ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

লেবেল

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget