নামায ককুতে কোরআন পড়া নিষেধ //
( সঃ ) রুকু ও সাজদায় কোরআন পড়তে নিষেধ করেছেন । তিনি বলেছেন , আমাকে রুকু ও সাজদায় কোরআন পড়তে নিষেধ করা হয়েছে । তােমরা রুকুতে আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ কর এবং সাজদায় বেশী বেশী করে দোআ কর । সাজদা দোআ কবুলের উপযুক্ত জায়গা । সূত্রঃ মুসলিম , আবু আ'ওয়ানা । এই নিষেধাজ্ঞা ফরয ও নফল সকল নামাযের ক্ষেত্রে প্রযোজ্য । ইবনু আাসাকির নফল নামাযে জায়েয বলে যে মন্তব্য করেছেন , তা দুর্বল।
একটি মন্তব্য পোস্ট করুন