মেহেদি গুড়ার উপকারিতাঃ
১.চুলের রুক্ষতা দূর করে
২.চুল পড়া কমে
৩.নতুন চুল গজাতে অনন্য
৪.চুলের ঘনত্ব বাড়ায়
৫.চুল লাম্বা করতে সহায়তা করে
৬.মাথা ঠান্ডা রাখে
এছাড়াও ধুলাবালি মাথার তালুর ঘামের কারনে চুল ভেঙে যায় এসব থেকে ভাল থাকতে মেহেদি গুড়াব্যবহার করা জরুরি।
একটি মন্তব্য পোস্ট করুন