গোলাপ গুড়ার উপকারিতা:
গোলাপ পাপড়িতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ অ্যান্টি-সেপ্টিক উপাদান থাকে।শরীর, মন ও ত্বকের উপর ইতিবাচক প্রভাব আছে প্রাচীনকাল থেকেই।
১,ত্বকের তৈলাক্ত ভাব দূর করে
২,বলিরেখা দূর করে
৩,বয়সের ছাপ দূর করে
৪,ব্রণ ও গভীর ক্লিনিজিং এ টোনার হিসেবে কাজ করে
একটি মন্তব্য পোস্ট করুন