নিম পাতার উপকারিতাঃ
জাতিসংঘের ঘোষিত একুশ শতকের বৃক্ষ।
১। রক্ত পরিষ্কার করে।
২। বিভিন্ন চর্মরোগ – অ্যালার্জি, চুলকানি ও খোসপাঁচড়ায় বিশেষ উপকারী।
৩। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়া বিরোধী। ব্রণ সমস্যায় ফস মাস্ক হিসেবে ব্যবহার করা যাবে।
৪। নিম ব্যবহারে চুলের গোড়া শক্ত হয়, চুল হয় সিল্কি ও খুশকি মুক্ত।
৫। নিম পাতার পানি দিয়ে গোসল করলে বিভিন্ন চর্ম সমস্যায় উপকার পাওয়া যায়।
৬। কাঁটা- ছেঁড়ায় বা পোড়া স্থানে নিম পাতার রস ভেষজ ঔষধের মত কাজ করে।
ব্যবহারঃ ১ চা চামচ পাউডার ১ কাপ পানিতে ৩০ মিনিট ভিজিয়ে খাবেন।
এছাড়াও নিম পাতার পাউডার পেস্ট করে চুলে, মুখে ও শরীরে মাখতে পারেন। নিম পাতার পানি দিয়ে গোসল করতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন